Poem


কবিতা,
                অতুলনীয়,
                        ও.ফা.(ফয়সাল)
যদি সাগর তার মুক্তা দিয়ে
মনটা তোমার কিনতে চায়,
সেত তোমার মুল্যে পরাজিত হয়ে
কাদবে লজ্জায় নিঃসঙ্গতায়।

মেঘ যদি তাঁর অন্তরালে
যতনে তোমাকে লুকিয়ে রাখে,
মেঘলা বরণ চিকুর তোমার
কাজলায় ঢাকবে তাকে।

চন্দ্র যদি আলোতে তাঁর
তোমাতে রাখে জড়ে,
তোমার রুপের আলোতে সেত
ঝলসে যাবে পুড়ে।

আকাশ যদি তাঁর অসীমতায়
গর্ব করতে চায়,
তোমার প্রেমের উদারতায়
লগ্ন,গর্বিত কভু নয়।
তুমি যে কেবল শুধুই তুমি
অতুলনীয় এক জন,
আমি ধন্য,স্বার্থক আমার জীবন
পাইয়া তোমার মন।





Couple
This is nice couple.Click Here

No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.